শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তির চিতোষী বাজারে পথসভায় সফিকুল আলম ফিরোজ

আমি বিজয়ী হলে এলাকায় সুন্দর সহাবস্থান নিশ্চিত করবো

শাহরাস্তি ব্যুরো ॥
আমি বিজয়ী হলে এলাকায় সুন্দর সহাবস্থান নিশ্চিত করবো

চাঁদপুর-৫ নির্বাচনী এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজ গত ২১ ডিসেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আল্লাহপাক আমাকে নির্বাচিত করলে প্রত্যেক জনগণ নিজেকে এমপি হিসেবে চিন্তা করতে পারবেন। আমি কিছু নিতে আসিনি, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আমি অনেক পরিশ্রম করে এ পর্যায়ে এসেছি। আপনাদের দোয়ায় অনেক এমপি-মন্ত্রী আমার পা ছুঁয়ে সালাম করে। আপনারা যারা অবহেলিত আছেন আমার সার্বক্ষণিক চেষ্টা থাকবে এ লাঞ্ছনা থেকে মুক্তি দেয়ার জন্যে। এলাকায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিলো, তা হয়নি এখনও। অনেক রাস্তা কাঁচা রয়ে গেছে।

তিনি বলেন, কোনো হুমকি-ধমকিতে কাজ হবে না। আমরা সততার সাথে আছি, ন্যায়ের পথে আছি। ৭ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন। অতীতে শাহরাস্তিতে মিছিল, পাল্টা মিছিল দেখিনি, আগামীতে আমরা কামিয়াবি হলে এ সুন্দর সহাবস্থান আরও নিশ্চিত হবে।

পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু ও পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু। এছাড়া বিপুল সংখ্যক ভোটার অংশ নেন। এরপর সফিকুল আলম ফিরোজের নেতৃত্বে চিতোষী বাজার এলাকায় ট্রাক প্রতীকের সমর্থনে মিছিল বের হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়