প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
স্কুলে স্কুলে যাচ্ছে বই উৎসবের নতুন বই
২০২৪ সালের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বছর সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই চাহিদা অনুযায়ী জেলায় জেলায় পাঠাচ্ছে। সেই বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্যে এভাবেই সরকারি গুদাম থেকে শিক্ষকগণ তাদের চাহিদা অনুযায়ী স্কুলে নিয়ে যাচ্ছেন। চাঁদপুর সদর উপজেলার প্রাথমিকের বই নেয়ার এ দৃশ্য চাঁদপুর জেনারেল হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত গুদাম প্রাঙ্গণ থেকে তুলেছেন মিজানুর রহমান।