প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নোয়াখালীতে বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ
বুড়িচংয়ের সাথে ৫-০ গোলে জয় পেল সোনালী অতীত চাঁদপুর ফুটবল একাডেমী
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত একাডেমীগুলোকে নিয়ে শুরু হয়েছে একাডেমী চ্যাম্পিয়নশিপ-২০২৩। দেশের ১৬টি জোনে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। নোয়াখালী জোন ১৩-এর প্রথম খেলায় বুড়িচং সংসদের সাথে ৫-০ গোলে জয় পেয়েছে সোনালী অতীত চাঁদপুর একাডেমী ফুটবল দল।
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধেই চাঁদপুরের দলটি বুড়িচং সংসদের সাথে ২-০ গোলে এগিয়ে যায়।
খেলার দ্বিতীয়ার্ধে বুড়িচং সংসদ গোল পরিশোধ করার জন্যে এবং চাঁদপুরের দল গোলে এগিয়ে যাওয়ার জন্যে খেলতে নামে। চাঁদপুর দলের খেলোয়াড় তাওহীদ তাসনিম দলের পক্ষে হ্যাটট্রিক করে দলকে এগিয়ে নিয়ে যান। রেফারির শেষ বাঁশি বাজানো চাঁদপুরের দল ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। চাঁদপুরের দলটি কাল খেলবে একই ভেন্যুতে দুপুর ১২টায় গৌরিপুর ফুটবল একাডেমীর সাথে।
চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন : শ্রাবণ, দ্বীপ, নাঈম, ইমন, সূর্যদাস, শ্রীকান্ত, তাওহীদ, আজিজ, শেখ ফরিদ রহমান নাজিম, নাঈম হোসেন, জিসান, তাওহীদ তাসনিম, সাঈদ, আশিক, রাসেল, জয়, অসীম, রাকিবুল, আরিফুল, জিহাদ, শাকিল, তালহা ও কাফিদ মজুমদার।