প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নৌকার প্রার্থীর বিজয়ের লক্ষ্যে কচুয়ায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ভূইঁয়া, গাজী কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-সম্পাদক অ্যাডঃ ইউসুফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অনুপ কান্তি দাস টিটু, দপ্তর সম্পাদক সম্পাদক মাইন উদ্দিন সবুজ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিন উদ্দিন মাহি, যুবলীগ নেতা শাহ আলম প্রধান, লিটন তালুকদার, ইসমাইল ভূঁইয়া, সাইফুল ইসলাম তালুকদার, মজিবুর রহমান মেম্বার, সফি উল্লাহ সফি, জসিম উদ্দিন প্রধান, মিজানুর রহমান, শিপন রানা, নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা ১২টি ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।