প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মাজার জিয়ারতের মাধ্যমে সফিকুল আলমের নির্বাচনী প্রচারণা শুরু
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সফিকুল আলম ফিরোজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ২০ ডিসেম্বর সকালে হযরত শাহরাস্তি বোগদাদী (রহঃ)-এর কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি মেহার কালীবাড়ি বাজার ও ঠাকুর বাজারে গণসংযোগ করেন। বিকেলে তিনি মেহের উত্তর ইউনিয়নের নায়নগর ও খনেশ্বর গ্রামে দুটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় তিনি ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এলাকার উন্নয়নের লক্ষ্যে তিনি জনগণের পাশে থেকে কাজ করে যাবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিরু, এফ কাদের বাবু প্রমুখ।