প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিশ্বশান্তি কামনায় পুরাণবাজার দাসপাড়া দুর্গা মন্দিরে গীতা যজ্ঞ
বিশ্বশান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় পুরাণবাজার দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সকাল ৯টায় নারী পুরুষের ব্যাপক উপস্থিতিতে দিনব্যাপী শ্রী শ্রী চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম সীতাকুন্ডস্থ শংকর মঠের সাধু-সন্ত সন্ন্যাসীগণ।
এইদিন আনুষ্ঠানিকভাবে গীতা যজ্ঞের শুভ সূচনা করেন দাসপাড়া সার্বজনীন গীতা যজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র দাস। এই সময় দাসপাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির উপদেষ্টা সুকুমার দাস, দুলাল দাস, বিশ্বনাথ দাস, সুভাষ দাসসহ আরো উপস্থিত ছিলেন অনুপ দাস, বিশ্বনাথ মজুমদার, বাবুল দাস, খোকন দাস আশীষ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান চলাকালীন মধ্যাহ্নে গীতা যজ্ঞে উপস্থিত হন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তার উপস্থিতিতে উপস্থিত সকল ভক্ত ও সুধীজন আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত নারী ভক্তগণ ডাঃ দীপু মনিকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার উষ্ণতা প্রকাশ করেন। এ সময় মন্ত্রী মহোদয়কে গীতা যজ্ঞের অন্যতম প্রধান উদ্যোক্তা পলাশ চন্দ্র দাস (রামু)সহ মনা, নারায়ণ, অজিত বাদল, অসীম, সঞ্জয়, উৎফল, সমীর, সুমন, রিপন, বাদল, বিশ্বজিৎ, শম্ভু, পংকজ, রাজীব, রনজিৎ, শুভসহ গীতা যজ্ঞ আয়োজকরা অভ্যর্থনা জানান।
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি)সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ডাঃ দীপু মনির সাথে ছিলেন। ডাঃ দীপু মনি ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা স্ব স্ব ধর্ম পালনের মধ্য দিয়ে নিজেদের মাঝে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখব এবং সাম্প্রদায়িকতাকে পরিহার করে সুখী সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করবো--আজকের এই পবিত্র অনুষ্ঠানে এই হোক আমাদের অঙ্গীকার। তিনি সকলের মঙ্গল কামনা করেন।
শঙ্খ, উলুধ্বনি আর পবিত্র গীতা গ্রন্থ পাঠে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। সকলেই মন্ত্রমুগ্ধের মত সুউচ্চারিত পবিত্র গীতা গ্রন্থের রসামৃত আহরণ করেন পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে। দুপুরে মহাপ্রসাদ বিতরণসহ গীতা পাঠ শেষে শান্তি বাচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।