প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে অংশ নেয়া দলের খেলাগুলো অনুষ্ঠিত হবে। গতকাল ২০ ডিসেম্বর বুধবার সকালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অংশ নেয়া দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এ সময় দলগুলোর টিম ম্যানেজার, কোচ ও বয়সভিত্তিক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া দলগুলো হলো : খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেয় খাগড়াছড়ি ও নোয়াখালী জেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার খেলবে চট্টগ্রাম ও কুমিল্লা জেলা ক্রিকেট দল।
বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খাগড়াছড়ি জেলা দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করে। জবাবে নোয়াখালী জেলা দল ২৯০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩৬ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ৮৪ রান করে। খাগড়াছড়ি জেলা দল ২০৫ রানে জয়লাভ করে।