প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বিজয় দিবসে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর শনিবার সকালে তারা শ্রদ্ধা নিবেদন করেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামসহ দলের অন্যরা মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।