শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সদর ইউএনও অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
সদর ইউএনও অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা সরদার রুহুল আমিনের অবসরজনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, সরদার রুহুল আমিন দীর্ঘদিন যাবৎ জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে গেছেন। ৫৯ বছর বয়সে সরকারি নিয়মানুসারে তিনি অবসরে যাচ্ছেন। তিনি বলেন, সরকারি চাকরিতে আমরা সবাই একটি টিমওয়ার্ক হিসেবে কাজ করি। সেবা দিতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়। সরদার রুহুল আমিন সফলতার সাথে কাজ করায় আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় তিনি হয়ে উঠেন সকলের প্রিয়পাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসের গোপনীয় সহকারী (সিএ) মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্টিফিকেট সহকারী জোহরা আক্তার, বিশ্বজিৎ দাস, জারিকারক রাজু আহমেদ, মোঃ বাদল গাজী, নিরাপত্তা প্রহরী মোঃ মোরশেদ আলমসহ অনেকে।

সংবর্ধনা শেষে উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে করে সরদার রুহুল আমিনকে তার বাসায় পৌঁছে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়