প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মোঃ মোস্তফা কামাল উঘারিয়া উবির সভাপতি নির্বাচিত
শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল পাটোয়ারী।
১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসাহাকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লা বিএসসি বিএড, অভিভাবক সদস্য, সংরক্ষিত সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মোস্তফা কামাল পাটোয়ারীকে উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করেন।
নব-নির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কালাম সাংবাদিকদের বলেন, আমি এখন পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের জন্য কাজ করবো। বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পাঠদানের প্রতি সুদৃষ্টি থাকবে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিদ্যালয়ের হিতকর যে কোনো কাজ সকল শিক্ষক, অভিভাবক সদস্যসহ সকলের আন্তরিক ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো। এতে আমি শিক্ষক, অভিভাবকসহ সকল স্তরের লোকজনের সহায়তা ও দোয়া কামনা করছি।