শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ছেংগারচরে নৌকার পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ

মাহবুব আলম লাভলু ॥
ছেংগারচরে নৌকার পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় নৌকার পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার পক্ষে মিছিলটি পৌর কার্যালয় থেকে বের করে ছেংগারচর পৌর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অফিস কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের ছেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, আমার বাবা সারাজীবন আপনাদের সেবা করে আসছে। যতদিন বাঁচবে আপনাদের সেবা করে যাবে। মতলব যত উন্নয়ন দেখেন তা আমার বাবার হাত ধরেই হয়েছে। তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। মতলবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকায় ভোট দিন।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন মোল্লা, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন, আওয়মী লীগ নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, চান মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, কাউন্সিলর সবুজ মিয়া, বোরহান উদ্দিন, শাহজালাল মুফতি, সাবেক কাউন্সিলর বোরহান প্রধান, খোকন মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, তোফায়েল আহমেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন বেপারী প্রমুখ। এ সময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন রনি চৌধুরী

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়