প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে
----------অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। এরআগে দিনের শুরুতে দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভার শুরুতে দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ তার বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসে শানিত হয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস ছড়িয়ে দিতে হবে। তথ্য প্রযুক্তির যুগেও মুক্তিযুদ্ধের ইতিহাসে বর্তমান প্রজন্ম অনেক পিছিয়ে আছে। তাদেরকে ইতিহাস জানাতে হলে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। শুধু দিবস আসবে আর সেটা নিয়ে আলোচনা করেই দায় শোধ নয়। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকভাবে তুলে আনতে হবে।
উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তৌহিদা আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ হোসেন রতন, উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা, নাজমা আক্তার (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ ও শিক্ষক প্রতিনিধি), প্রদীপ কুমার দাস (প্রভাষক, আইসিটি ও শিক্ষক প্রতিনিধি), মোঃ রেদোয়ান আহমদ মজুমদার (প্রভাষক, গণিত বিভাগ) ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে মূল আকর্ষণ ছিলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বিজয় দিবস ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আবু নোমান মোঃ মফিজুর রহমান। মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজ ও ডিসপ্লেতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রথম স্থান অধিকার করেন।