প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান তিনটি অক্সিজেন সিলিন্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেছেন। ২৩ আগস্ট সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের এ কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার অনুপ কুমার, ডাঃ নাজমুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের উপজেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদা আফরোজ।
৩টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ২টি সিলিন্ডার দেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ জেসমিন সুলতানা, অপরটি উপজেলার ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক। তিনটি অক্সিজেন সিলিন্ডারই উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হলে তিনি সেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে হস্তান্তর করেন।