প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি মোঃ আবু ইউসুফের পরিচালনায় শতাধিক পরিবারের মাঝে শীতের পোশাক বিতরণ ও সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কালিরবাজার কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজ আল মামুন, ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সহকারী শিক্ষক মহসিন পাটোয়ারী, এস. এম. সোহেল রানা, আবুল হোসেন সরদার, ডাঃ মোঃ ফরহাদ হোসেন, ডাঃ মোঃ করিম, সাংবাদিক জাকির হোসেনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।