বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮

ফলো আপ : চাঁদপুরের আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

অপমৃত্যুর মামলা দায়ের, ময়নাতদন্ত রিপোর্টের ওপর হত্যা মামলা

মাহবুব আলম লাভলু
অপমৃত্যুর মামলা দায়ের, ময়নাতদন্ত রিপোর্টের ওপর হত্যা মামলা

চাঁদপুরের আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮)-এর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হতে পারে।

রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার বিপণীবাগের রূপসী আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি(২৮) সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদারের ছেলে রুবেল হাসান রাফি (২৮)।

এদিকে পুলিশ নিহত রুবেলের মৃত্যুর রহস্য উদঘাটনে তার সঙ্গে থাকা যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে। এ যুবককে খুঁজে পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

রুবেলের বড়ো ভাই প্রবাসী চাঁন মিয়া জানান, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আমরা মামলা দায়ের করবো।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জানান, রুবেল হাসান রাফি (২৮) লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিহত যুবকের সাথে যে ছিলো তাকে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়