প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নস্থ মধ্য মৈশাদী গ্রামের খান বাড়ির (বড় বাড়ি) শতোর্ধ্ব বয়সী মোঃ মুসলিম খান গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ...... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর। এটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে হাফেজ খলিলুর রহমান (৭০)। তিনি জানান, তার বাবা মারা যাওয়ার পনর দিন আগে হাঁটাচলা বন্ধ হয়ে যায় এবং কথাবার্তা বলাও একরকম বন্ধ হয়ে যায়। এর আগ পর্যন্ত তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন এবং বাড়ির মসজিদে নিজে হেঁটে গিয়ে নামাজ আদায় করতেন। পনর দিন আগে তিনি বার্ধক্যজনিত অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। এ অবস্থায়ই তিনি শনিবার সকালে ইন্তেকাল করেন। এদিন বাদ আছর নিজ বাড়ির সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার অনেক মুসল্লি অংশ নেন। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।