মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

করোনাকালীন স্বেচ্ছাসেবক সংগঠন সমূহের সমন্বয় সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর রোটারী ক্লাবের আয়োজনে (ক্লাব আইডি-১৬১১০, আরআই ডিস্ট্রিক্ট-৩২৮২) এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদরের করোনাকালীন সকল স্বেচ্ছাসেবক সংগঠনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এ সভা রোটারী ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে যারা মাঠে কাজ করছেন তারা নিঃস্বার্থভাবে অনেক বেশি নিবেদিত। তারা মানুষকে বাঁচাতে যেনো যুদ্ধে নেমেছেন। তিনি আরও বলেন, চাঁদপুর পৌরসভা মেয়রের নেতৃত্বে আমরা কাজ করবো, যাতে চাঁদপুরের অক্সিজেন সেবায় নিয়োজিতরা এবং সেবা গ্রহীতারা প্রতারিত না হয়।

চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদের সভাপ্রধানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল রানা, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট নূরুল আমিন খান আকাশ, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, সাধারণ সম্পাদক রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, চাঁদপুর পৌরসভার মনিটরিং সেলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, আপন-এর সাধারণ সম্পাদক আশিক-বিন-রহিম, ৯২ ব্যাচের পক্ষে মোঃ শাহজালাল টিংকু, চাঁদপুর সরকারি কলেজের পক্ষে মোঃ আল-আমিন, তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ভিভিয়ান ঘোষ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়