মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তিনটি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন আমেরিকা প্রবাসী মামুন মজুমদার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের কৃতী সন্তান সাবেক ইউপি চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মামুন মজুমদারের ঊদ্যোগে ৩টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে। আমেরিকা (ইউএসএ) প্রবাসীদের সংগঠন ‘হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইনক)-এর অর্থায়নে এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসেনট্রেটরগুলো দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভীর হাসান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কনসেনট্রেটর প্রদানের উদ্যোক্তা আমেরিকা প্রবাসী মামুনুর রহমান মজুমদার।

প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোঃ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন, সামাজিক সংগঠন প্রচেষ্টার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদ উল্যাহ।

এছাড়া একই সংগঠনের উদ্যোগে পৌরসভাধীন বলাখাল এলাকার আগুনে পোড়া ও ক্যান্সারে আক্রান্ত অসহায় দুজন রোগীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়