মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে অবৈধভাবে পেশাদার ড্রেজার মালিক হুমায়ুন পাটোয়ারী (৫৭)কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর কৃষি মাঠে এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। হুমায়ুন পাটোয়ারী একই ইউনিয়নের শ্রীপুর পাটোয়ারী বাড়ির আঃ মান্নান পাটোয়ারী ছেলে। তিনি পেশায় একজন ড্রেজার ব্যবসায়ী। তবে তার এই ব্যবসা অবৈধভাবে চলছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হুমায়ুন পাটোয়ারী অবৈধভাবে ড্রেজার বসিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে জলমহাল, খাল ভরাট করে আসছে। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর লঙ্ঘন। উক্ত অপরাধে হুমায়ুন পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং মেশিনটি জব্দ করা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, হুমায়ুন পাটোয়ারী অনেক বছর ধরে এলাকার বহু কৃষি জমি ধ্বংস করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার চাঁদপুর কণ্ঠকে জানান, ড্রেজার মালিক তার অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়