মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:০০

মতলবে মাদক ব্যবসায়ী পোল্ট্রি রুবেল ইয়াবাসহ আটক
মতলব ব্যুরো ॥

মতলব পৌরসভার কলাদী গ্রামের কলেজ রোড এলাকার ফয়সাল আহমেদ রুবেল ওরফে পোল্ট্রি রুবেল (২৬)কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ১১ আগস্ট সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ১০ আগস্ট বুধবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়ার নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাকে আটক করেন।

এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার সাথে ৫২ পিচ ইয়াবা ছিলো। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ১৫টি মামলা ও ৪টি অন্য মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী পোল্ট্রি রুবেলের সাথে কলাদী এলাকার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। আটক রুবেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়