বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মতলব উত্তরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি বিষয়ক কর্মশালা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ইউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্য রাখেন, ডাঃ আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু। এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অটিজম মাস্টার ট্রেইনার ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আল-আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়