বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে মোস্তফা কামালের নেতৃত্বে শাহরাস্তি নেতা-কর্মীর অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার ॥

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তফা কামালের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নিয়েছে। এদিন তারা শাহরাস্তি থেকে এসে চাঁদপুর শহরে মিছিল করে জেলা বিএনপির কর্মসূচিতে উপস্থিত হন এবং বিশাল পদযাত্রায় অংশ নেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী, আবুল বাসার, মোহাম্মদ হোসেন মোল্লা, শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন মিলন এলএলবি, বিএনপি নেতা শাহাদাত মাস্টার, বিএনপি নেতা মিন্টু, ফিরোজ, কাউছার আলম, সাইফুল চেয়ারম্যান, আমান উল্যা, রতন ব্যাপারী সেলিম, শাহআলম মেম্বার, শাহজান সম্রাট, আহছান উল্লাহ মেম্বার, সাইফুল ইসলাম মানিক, , কাশেম মিজি, শারাফাত করিম শামীম, রাজু, মান্নান প্রমুখ।

গ্যাস-বিদ্যুৎ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে পদযাত্রায় স্লোগানে চাঁদপুরের রাজপথ মুখরিত করে তোলেন শাহরাস্তির নেতা-কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়