প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
পুরাণবাজার পূর্ব শ্রীরামদীস্থ ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন। এ সময় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নূরুল ইসলাম নূরু এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী রেজাউল করিম বিপ্লব। অতিথিদের সম্মানার্থে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ পরিদর্শনপূর্বক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার ব্যাপারে অভিভাবকদের আরো বেশি নজর দিতে হবে। শিক্ষার প্রথম স্তর হলো প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা আমাদের সন্তানদের যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পারি তাহলে উচ্চ শিক্ষা গ্রহণে তাদের অগ্রগতি অব্যাহত থাকবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম বিপ্লবের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নূরুল ইসলাম নূরু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলমগীর হোসেন বাবুল, খেরুদিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মেজবাহ উদ্দিন ঝুটন, আমেরিকান প্রবাসী নাজনীন আক্তার মিয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবক নকিবুল ইসলাম চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বেপারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন পাটওয়ারী। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মানসুর আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আঃ বাতেন মিজি, বাহার হায়দার চৌধুরী, আঃ হালিম গাজী, ফখরুল ইসলাম, মোঃ সাঈদ আনোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপ্রিয় দত্ত।