প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![বাউবির এইচএসসির নবীন বরণ](/assets/news_photos/2023/02/24/image-29982.jpg)
মতলব সরকারি কলেজ স্টাডি সেন্টারে বাউবি এইচএসসি প্রোগ্রামের ২২ ব্যাচের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এছাড়াও কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সুবিধাবঞ্চিত, ঝরে পড়াসহ বিভিন্ন কারণে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত নাগরিকদের জন্যে। এ উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, যারা প্রতিকূলতাকে জয় করে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হয়েছে তারা তাদের কাঙ্ক্ষিত সনদ অর্জন করে জীবনের সফলতা অর্জনে অনেক দূর এগিয়ে যাবে। আলোচনা অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।