বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়াতে শিক্ষকদের পরিশ্রমী হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষার্থীদের লেখাপড়ার মান বাড়াতে শিক্ষকদের পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোঃ হাসান খান। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা মাদ্রাসায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোহাম্মদ হাসান খান বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত লেখাপড়ার দিকটা খেয়াল রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়টিও নজরে রাখতে হবে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্যে রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলাদেশের সূর্যসন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগে আমরা পেয়েছি অমৃতসমূহ মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা এবং বাংলা ভাষা। তাই একুশে আমাদের চেতনার, একুশে আমাদের প্রেরণার ও একুশে আমাদের অহঙ্কার।

পরে তিনি সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান ও সাপদী আবেদিয়া জলিলিয়া মহিলা মাদ্রাসার সভাপতি মামুন-আল-আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন সাপদী ইসলামী উন্নয়ন ট্রাস্টের সেক্রেটারী পিএম আনোয়ার, সাপদী ৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নাহিয়ান মিজিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়