প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![পুরাণবাজারে তাফসিরুল কোরআন মাহফিল](/assets/news_photos/2023/02/16/image-29683.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি রোববার পুরাণবাজার ইমাম পরিষদের উদ্যোগে মধুসূদন হাই স্কুল মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি সোমবার ফজর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ মাহফিল। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে যোগ দেন। করোনার কারণে দুই বছর মাহফিল বন্ধ ছিলো। পুনরায় মাহফিল এন্তেজাম করে পুরাণবাজার ইমাম পরিষদ। মূলত পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের সংশ্লিষ্টতায় এ মাহফিল স্বাধীনতা পরবর্তী সময় হতে এ যাবৎ আয়োজন করা হয়ে আসছে।
রোববার অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন বাহাদুরপুর পীর সাহেব হযরত মাওলানা মবিন আহমদ নওশীন মিয়া। বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা ডঃ আ ফ ম খালিদ হোসাইন (চট্টগ্রাম), বরুড়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নোমান আহমদ, ঢাকা লালবাগ শাইখুল হাদিস জামিয়া মাদ্রাসার মুফতি আরিফ বিন হাবিব, ঢাকা ধানমন্ডি বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস হামিদী, পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী প্রমুখ।
এছাড়া আরো ওলামায়ে কেরাম তাসরিফ আনেন। উক্ত মাহফিল সফল হওয়ায় ব্যবসায়ীবৃন্দসহ সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরাণবাজার ইমাম পরিষদের সভাপতি মাওঃ ইলিয়াস ফরিদী।