বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে শরীফ চৌধুরী সংবর্ধিত
অনলাইন ডেস্ক

চাঁদপুরের বিশিষ্ট নাট্যাভিনেতা ও নির্দেশক সাংবাদিক শরীফ চৌধুরী নাট্যজন হিসেবে সংবর্ধিত হয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান বরেণ্য নাট্যজন লিয়াকত আলী লাকী।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন সংশপ্তক নাট্যদলের আয়োজনে তিন দিনব্যাপী নাট্যোৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী দিনে এ সংবর্ধনা প্রদান করা হয়। তিনদিনের এই উৎসব উদ্বোধন করেন জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সংশপ্তক নাট্যদলের সভাপতি সানাউল্লাহ হক। উদ্বোধনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা, নারায়ণগঞ্জ মহানগর মানবাধিকার সংস্থার সিনিয়র সহ-সভাপতি ননী গোপাল সাহা, গ্রুপ থিয়েটার ফেডারেশনর সভাপতিমণ্ডলীর সভাপতি উত্তম কুমার সাহা (ঢাকা বিভাগ) ও বিশিষ্ট নাট্যজন মোঃ জাহিদুল ইসলাম।

তিনদিনের নাট্যোৎসবের প্রথম দিনের সবশেষে পরিবেশিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়টার ফেডারেশনের সদস্য সংগঠন চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাড়া জাগানো নাটক মলিয়ের-এর কমেডি নাটক ‘বিচ্ছু’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়