প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জ উপজেলার শিক্ষাতথ্য মিলবে অ্যাপে](/assets/news_photos/2023/02/16/image-29678.jpg)
হাজীগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্নকারী এই শিক্ষা কর্মকর্তা একটি অ্যাপ উদ্ভাবনের পাশাপাশি ছাত্রজীবন থেকে গল্প কবিতা প্রবন্ধের রচয়িতা। চলমান অমর একুশে বই মেলায় তাঁর লিখা দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ ‘কবিতার জলছাপ’ স্থান পেয়েছে। বইটি পাওয়া যাচ্ছে প্রিয়বাংলা প্রকাশন, স্টল নং-৫৯৭-৫৯৮-এ। তাঁর প্রথম যৌথ কাব্যগ্রন্থের নাম ‘যাপিত জীবনের কাব্যকথা’। সহসাই Education Management App Hajiganj (EMAH) নামের অ্যাপটি এন্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে দেয়া হবে বলে চাঁদপুর কণ্ঠকে জানান সুনির্মল দেউরী। তিনি এক সন্তানের জনক ও তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, EMAH থেকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। উল্লেখযোগ্য তথ্যের মধ্যে রয়েছে : প্রতিষ্ঠানগুলোর অবস্থান, উপজেলার প্রতিষ্ঠানের ধরণ, শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য, সর্বশেষ প্রকাশিত পাবলিক পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য, প্রতিষ্ঠান সমূহের ওয়েব লিংক, ই-মেইল, ম্যানেজিং কমিটি কিংবা গভর্র্নিং কমিটির পূর্ণাঙ্গ পরিচিতি, সকল প্রতিষ্ঠান প্রধানসহ অন্য শিক্ষকগণের ফোন নাম্বার পরিচিতিসহ বিস্তারিত, উপজেলা শিক্ষা অফিসের বিস্তারিত তথ্য, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের বিস্তারিত, স্থানীয় সরকার হাজীগঞ্জ, জেলা শিক্ষা অফিসারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, মাউশি কুমিল্লা অঞ্চলের বিস্তারিত বর্র্ণনা। এভাবে নানা বিষয় তুলে আনা হয়েছে অ্যাপটিতে। সময় পরিবর্তনের সাথে সাথে অ্যাপটি হালনাগাদ করা হবে বলে জানান এর উদ্ভাবক।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সন্তান সুনির্মল দেউরী হাজীগঞ্জে যোগদান করেন ২০১৮ সালের জুন মাসে। নিজের চাকুরিকে পুরোপুরি ঠিক রেখে সৃজনশীল কাজে সারাক্ষণ নিজেকে নিয়োজিত রাখছেন। উপজেলার অধিকাংশ অনুষ্ঠানে তাঁর সঞ্চালনা সবার নজর কাড়ে। এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সমান বিচরণ লক্ষণীয়। তাঁর অসংখ্য লিখা স্থানীয় দৈনিক পত্রিকা সমূহসহ অনলাইনে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
আবৃত্তিশিল্পী হিসেবেও সুনাম কুড়ানো সরকারি এই কর্মকর্তা চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের বিভিন্ন বিষয়ে রচনা লিখে বহু পুরস্কার ও সনদ পেয়েছেন । শীঘ্রই তাঁর একক গল্প ও কবিতার গ্রন্থ প্রকাশ পাবে।
সুনির্মল দেউরী জানান, আমার অ্যাপটি ব্যবহার করে হাজীগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকগণ উপকৃত হবেন। হাতের মুঠোয় শিক্ষাতথ্য নিয়ে আসা EMAH অ্যাপটি আসছে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে গুগল পে¬-স্টোরে আপলোড করার জন্যে কাজ চলমান রয়েছে। এছাড়া তিনি নিয়মিত Sunirmal's Session ইউটিউব চ্যানেল এবং www.sdewry.com ওয়েবসাইটের মাধ্যমে হাজীগঞ্জসহ পুরো দেশের মানুষকে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কিত পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, দেশের প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২-এ উন্মুক্ত গ্রুপে অ্যাপের এই উদ্ভাবনটি উপজেলা পর্যায়ে প্রথম সেরা এবং চাঁদপুর জেলা পর্যায়ে দ্বিতীয় সেরা উদ্ভাবনের গৌরব অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে শিক্ষা প্রশাসনে এমএড ডিগ্রিধারী এই চৌকস কর্মকর্তা স্কাউট ইউনিট লিডার হিসেবে হাজীগঞ্জে স্কাউট আন্দোলন প্রসারেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃতী ভিত্তিক ব্যবস্থাপনা (PBM) ও নতুন কারিকুলাম বাস্তবায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর গৃহীত সকল কাজে হাজীগঞ্জের শিক্ষা পরিবার উপকৃত হচ্ছে এবং আগামী দিনগুলোতে উপকৃত হবে।