প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![চার মাস না যেতেই আবারো মঠখোলায় অটোবাইক চুরি](/assets/news_photos/2023/02/16/image-29675.jpg)
চাঁদপুর সদর পৌরসভার ১৩নং ওয়ার্ডে মঠখোলাতে গত ১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে জনু গাজী মাদ্রাসা এবং আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সড়কে আবারো অটোবাইক চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া অটোবাইকের মালিক মোঃ মাসুদ বেপারী বলেন, আমি এই জায়গায় তিন বছর যাবৎ গাড়িটি রাখি। প্রতিদিনের মতো আমি গাড়িটি চালানোর জন্যে দোকানের কাছে এসে দেখি, আমার গাড়ি রাখার দোকানটির তালা খোলা। এই বলে মাথায় হাত দিয়ে রাস্তার মধ্যে কান্না শুরু করেন এবং মাটিতে শুয়ে এদিক ওদিক গড়াগড়ি দেন আর বলেন, কেমনে আমার সংসার চলবে, আমারে শেষ করে দিছে। আমি গরিব মানুষ কেমনে আমার অটোবাইক চুরি করলো! এই বলে অনেক কান্না করতে দেখা যায়।
এর আগে এই এলাকাতেই চারটি অটোবাইক চুরে হয়েছে। গত বছরের ৩০ অক্টোবর দৈনিক চাঁদপুর কণ্ঠে চুরি হওয়ার সংবাদ প্রকাশিত হয়।
মঠখোলা এলাকার সাধারণ মানুষ বলেন, আমরা খুব আতঙ্কে আছি, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কোনো জায়গায় গাড়ি বা গরু নিরাপদে রাখতে পারি না। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।