প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপকের বিদায়-বরণ ও গ্রাহক সমাবেশ](/assets/news_photos/2023/02/16/image-29674.jpg)
মতলব দক্ষিণে অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা ব্যবস্থাপকের বদলিজনিত বিদায় এবং নবাগত ব্যবস্থাপকের যোগদানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ব্যাংক কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মিলন মিঞার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠান। চাঁদপুর অঞ্চলে এই শাখাটি একাধিকবার এই এলাকার গ্রাহকদের সহযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।
নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের এজিএম এমকে মজিবুর রহমান, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার বিদায়ী ব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম, নবাগত ব্যবস্থাপক গোপাল ভৌমিক, চাঁদপুর নতুন বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ আল আমিন ফরাজি, অগ্রণী ব্যাংক বাবুরহাট শাখার ব্যবস্থাপক কাজী কাউছার হোসেন, অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন ফরাজি, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকী, এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা মজুমদার, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মোঃ মামুন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মুন্সী, শিক্ষক শরফুদ্দিন মৃধা, মাহমুদুল হাসান, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার সিনিয়র অফিসার ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন মানিক, গীতা পাঠ করেন নবাগত ব্যবস্থাপক গোপাল ভৌমিক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকদেরকে ক্রেস্ট প্রদান করেন ব্যাংকের গ্রাহকবৃন্দ।