প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডঃ আবুল ফজলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ. ন. ম. মহিবুল্লাহ। সোমবার ১৩ ফেব্রুয়ারি বাদ আসর বিষ্ণুদী রোডস্থ অ্যাডঃ সেলিম আকবরের বাসভবনে পরিবারের পক্ষ থেকে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। অংশ নেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ নূরুল আমিন দেওয়ান, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ কাজী আবদুল গফুর, অ্যাডঃ মজিবুর রহমান (২), অ্যাডঃ মাইনুল ইসলাম, অ্যাডঃ আব্দুল মান্নান মিয়াজী, অ্যাডঃ মঞ্জুর চৌধুরী, অ্যাডঃ হেলাল জুরায়েত, মাওলানা সাইফুদ্দিন খন্দকারসহ এলাকাবাসী ও মুসল্লিগণ।
উল্লেখ্য, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডঃ আবুল ফজল ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সেলিম আকবর জানান, আমাদের বাসায় আমার বাবা মরহুম আবুল ফজল, মা মরহুমা ছালেহা বেগম, ছোট ভাই মরহুম আহসান কবির ও ছোট ভাইয়ের স্ত্রী মরহুমা মারজানার জন্যে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।