বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বিদ্যালয়টি জেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের অন্যতম সেরা শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইক্রা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একাডেমির ক্যাম্পাস-১ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সবুজ ভদ্র। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভনকে সংবর্ধনা প্রদান করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী মোঃ সাগর। গীতা পাঠ করেন ৪র্থ শ্রেণির ছাত্র কুশান চক্রবর্তী। জাতীয় সংগীতের সাথে সাথে অতিথিগণ জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংবর্ধিত অতিথি এএইচএম আহসান উল্লাহ।

বিদ্যালয়ের স্কাউট টিমের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন উপস্থিত অতিথি-দর্শকদের মুগ্ধ করে।

দিনব্যাপী আর্কষণীয় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা সম্পন্ন হয়। সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিলো ‘যেমন খুশি তেমন সাজো’। প্রতিযোগিতাটি উপস্থিত অতিথি-দর্শকগণের ভূয়সী প্রশংসা লাভ করে।

২য় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এবং ইক্রা মডেল একাডেমির শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ইক্রা মডেল একডেমির উপদেষ্টা ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রাজনীতিবিদ অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল কাশেম গাজী, আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন গাজী, কাকন গাজী, শাহ্জাহান মোল্লা প্রমুখ। সভাপতিত্ব করেন ইক্রা মডেল একাডেমির প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুরাতন শহরের বাইরে মানসম্মত একটি শিশু বিদ্যালয় গড়ার লক্ষ্য নিয়ে এ স্কুলের যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে বিদ্যালয়টি ২৫ বছরে পা দিয়েছে। শিক্ষকদের যত্নশীল পাঠদান, ব্যবস্থাপনা পরিষদের নিবিড় পর্যবেক্ষণ, আধুনিক শিক্ষা পদ্ধতি ও উপকরণের ব্যবহার, ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এবং বিগত দিনের অর্জিত ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি চাঁদপুর জেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। এ প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায় হতে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমানে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এবং ২০২৩ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই প্রতিষ্ঠানটি একদিন কলেজে রূপান্তরিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শিশুদের প্রথম ও সেরা শিক্ষক হিসেবে মায়েদের ভূমিকা অপরিসীম। তাই মায়েরা সঠিক সিদ্ধান্তে থাকবেন, তা না হলে দেশ ও জাতি অনগ্রসর হয়ে পড়বে। বিভিন্ন প্রকার গুজবে কান না দেয়ার জন্যে তিনি সবাইকে আহ্বান জানান।

একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর সার্বিক পরিকল্পনায় ও দিকনির্দেশনায়, প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে এবং প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিথি শিক্ষক মোঃ আবদুর রহমান। সহযোগিতা করেন সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, ফিরোজা বেগম, নাজমুন নাহার, সহকারী শিক্ষক ফারজানা আশ্বাদ রুপা, রাহিমা বেগম, মোঃ রেজাউল করিম, পপি দেবনাথ, নাজমুন নাহার মিলি, হ্যাপী আক্তার, শিল্পী রাণী ঘোষ, শাহিনা খানম, নাসরিন সুলতানা, শুভ্র রক্ষিত, সুমিত কুমার দত্ত, ফয়সাল আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন পিয়াস, সাবরিন বিনতে তাহের, রুইআজমানিকা, মরিয়ম খানম, নুসরাত জাহান, আমেনা বেগম ও আনিসুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়