বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

২৩তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে
প্রেস বিজ্ঞপ্তি ॥

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে ও সম্পাদক দেবব্রত সরকারের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধারণ সভা শুরু করা হয়। ২৩তম বার্ষিক সাধারণ সভায় মোট ১৫টি আলোচ্যসূচির ওপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সাধারণ সভা শেষে সদস্য ও তাদের পরিবার এবং সকল স্টাফদের দিনব্যাপী ফ্যামেলি ডে অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরের ব্যবস্থাপকদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ব্যবস্থাপক হিসেবে মোঃ কবির হোসেন হাজীগঞ্জ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ১ম স্থান অর্জন করেন। সুমন চন্দ্র চৌধুরী গৃদকালিন্দিয়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ২য় স্থান অর্জন করেন এবং ৩য় মোঃ মাসুদুর রহমান শেখ শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এই ৩ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া পদবী অনুযায়ী ২০২২ সালের বর্ষসেরা মোট ২৪ জন স্টাফকে পুরস্কৃত করা হয়।

ফ্যামেলি ডে অনুষ্ঠানে খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও স্টাফদের উদ্দেশ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, মতলব দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেসুর রহমান (হাজীগঞ্জ), গোলামুর রহমান ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অমল চন্দ্র নন্দী। এছাড়া সমিতির ব্যবস্থাপনা কমিটি ও সদস্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম (সোহেল), ঢাকা সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মোঃ বাহাউদ্দীন সুমন। অতিথিগণ বলেন, এ সমিতি যেভাবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে বেকারদের মুক্ত করছেন এবং তাদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সক্ষমতা বৃদ্ধি করছেন, তারই ধারাবাহিকতা রক্ষার জন্যে সমিতির কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদ, সম্পাদক দেবব্রত সরকার, সদস্য মোঃ ইব্রাহীম খলিল, সদস্য মোঃ মাসুদুর রহমান শেখ, মোঃ শাহজালাল আল সাফী, নুরুননাহার শিলা এবং কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপক কমপ্লায়েন্স দুলাল চন্দ্র দাস, বাগড়া শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপক মোঃ মহসিন খান এবং প্রকল্প পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ফারজানা আক্তার, মতলব শিক্ষিত বেকার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপক মোঃ জাহিদ ফয়সাল। অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়