বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। এ সময় তিনি বলেন, এ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আশা করছি আগামীতেও তোমরা তোমাদের ভালো ফলাফলের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। এজন্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও যথেষ্ট ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু ও চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মিয়াজী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহীম খান ও শিক্ষক প্রতিনিধি মাওঃ কবির আহমেদ ওসমানি। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন (বাবলু)। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন খোরশেদ আলম, আফরোজা তপাদার, এসএম শহীদুল্লাহ, মিজানুর রহমান শেখ, মাসুম ঢালী প্রমুখ।

সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামীম বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অন্যান্য কাজে আমার সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার সহযোগিতা নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই। তাই আমাদের এই স্কুলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ সমাবেশের উদ্যোগ নেয়া হয়েছে। এটি সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্যে তিনি শিক্ষকম-লী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়