প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০
![মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি](/assets/news_photos/2023/01/30/image-28995.jpg)
মানুষের পাশে দাঁড়ানো নিজের কর্তব্য মনে করি। তাই নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সাথে সাথে শ্বশুর বাড়ির মানুষের পাশেও দাঁড়িয়েছি। শীতবস্ত্র আরো পূর্বেই দেয়ার কথা থাকলেও নানা ব্যস্ততার কারণে এতদিন সম্ভব হয়নি। মনে করেছিলাম শীত শেষ হয়ে গেছে। তবে আজ ঢাকায় যেই শীত পড়েছে, তাতে মনে হয় আরো কিছুদিন শীতের তীব্রতা থাকবে। আজ আপনাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমি নিজে ছাড়াও আমার স্ত্রী অর্থাৎ আপনাদের সন্তান গর্বিত। গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বারপাইকা গ্রামে সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহর বাড়িতে ৬ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেয়ার পূর্বে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনার মরহুম এম সফিউল্লাহর জামাতা মোঃ আনিছুর রহমান একথা বলেন। তিনি বলেন, আমার শ্বশুর সাবেক এমপি সফিউল্লাহ সাহেব এই এলাকার মানুষের জন্যে কাজ করেছেন। আমি জামাতা হিসেবে এবং আমার স্ত্রী তাঁর মেয়ে হিসেবে সেবামূলক কাজ করার চেষ্টা করছি।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মরহুম সফিউল্লাহ সাহেবের ভাগ্নে জিএস তছলিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মরহুম এম সফিউল্লাহর ভাই মোঃ অলি উল্ল্যাহ, মেয়ে পারুল আক্তার রূপালী ও সাজেদা কাঁকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, নির্বাচন কমিশনারের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি আঃ মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আঃ ছোবহান লিটন, ইউপি চেয়ারম্যান এসএম কাউছারুল আলম কামরুল, সাবেক এমপির ভাগ্নে আঃ কাদের খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী প্রমুখ। আলোচনা শেষে নির্বাচন কমিশনার ও তাঁর স্ত্রী শীতবস্ত্র তুলে দেন লোকজনের মাঝে।