প্রকাশ : ১৮ মে ২০২২, ০০:০০
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ডাঃ মাসুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, যুবলীগের নেতা সফিক চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের র্যালিতে নেতৃত্বে র্যালিতে অংশ নেন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগের নেতা-কর্মীবৃন্দ।