প্রকাশ : ১৪ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জে এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সকল বন্ধুর উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং প্রয়াত বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধু মোঃ ইউছুফ।
এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বন্ধু রোটাঃ কমল, দেলোয়ার হোসেন, সাহাব উদ্দিন শাবু, ফরিদুল ইসলাম, হারুন অর রশিদ, গোলাম সরোয়ার দিদার, মোস্তাফিজুর রহমান সুজন, কামাল হোসেন, মহিবুল ইসলামসহ শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলন মেলাসহ জাতীয় ও বিভিন্ন দিবসের কর্মসূচি পালন এবং মানবিক কার্যক্রম পালন করে থাকে।