শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটি কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৯ মার্চ মঙ্গলবার বিকেলে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরাম ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মশিউর রহমান মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ বিল্লাল হোসেন সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মনির, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ বারাকাত উল্যাহ পাটোয়ারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ রসু মিয়া, আজমুর বেগম, সাহেদ শিমুল, ওমর ফারুক, সাংবাদিক শিমুল হাসান ও ইকবাল, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কাউসার, যুগ্ম সম্পাদক মোঃ সাহেদ ও অর্থ সম্পাদক মোঃ তারেকুর রহমান তারু, ধ্রুপদীর সভাপতি রাবেয়া আক্তার প্রমুখ।

প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত দুটি বিভাগে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির শিক্ষার্থী প্রমিত চন্দ্র দাস, ২য় স্থান অর্জন করে একই প্রতিষ্ঠানের ২য় শ্রেণির শিক্ষার্থী সারা বিনতে ছালে, ৩য় স্থান অর্জন করে ইকরা মডেল মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান বিন রহমান, ৪র্থ স্থান অর্জন করে রেনেসাঁ মডেল একাডেমির ১ম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির ফরহাদ সানিম। ‘খ’ বিভাগে ১ম স্থান অর্জন করে মাতৃছায়া কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী কাজী আফসারা ইমামা, ২য় স্থান অর্জন করে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী নূরে জান্নাত মিমি, ৩য় স্থান অর্জন করে ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসনুভা রহমান ও ৪র্থ স্থান অর্জন করে বর্ণমালা কিন্ডারগার্টেনের ৩য় শ্রেণির শিক্ষার্থী মাইশা মালিহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়