প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরে লাইফ স্টাইল হেলথ এডুকেশনের আয়োজনে খাদ্য নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার সকাল দশটায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
এ সময় তিনি বলেন, যদি সুস্থ থাকতে চান তাহলে বেশি বেশি শাক সবজি খাবেন। আপনারা জানেন, করোনা মহামারি না যেতেই এখন আবার ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এটি একটি পানিবাহিত সমস্যা। কাজেই আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইছা রুহুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখওয়াত হোসেন এবং স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ ইউছুফ। কর্মশালায় স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামগণসহ প্রায় ৩৫ জন অংশ নেয়।