প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিন¤্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ (শনিবার) দিবসটি উপলক্ষে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাপ্তাহিক মানবখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লবের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মাদ্রাসা হলরুমে আয়োজিত আলোচনা সভা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজী নূরুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলী উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মাদ্রাসার দাতা সদস্য শাহজাহান মিয়াজী প্রমুখ।
পরিচালনা পর্ষদের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় মাদ্রাসার সুপার মোঃ আল ফারুক, পরিচালনা পর্ষদের সদস্য, সহকারী শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক ইকরাম উল্যাহ্ ও বদিউজ্জামান পাঠানের যৌথ উপস্থাপনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ মেহেরজান হোসেন।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ শামছুল উদ্দিন পাটোয়ারী ও সাবেক সভাপতি আবুল কালাম মিয়াজীসহ প্রয়াত পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মোঃ হারুন অর রশিদ, ফখরুল ইসলাম মিন্টু, ইউপি সদস্য হোসেন পাটোয়ারী, পালিশারা বাজার মসজিদে ইমাম হাফেজ নূরুজ্জামান, মাদ্রাসা প্রতিষ্ঠাতার মোঃ শামসুল আরফিন রানা ও শামসুল, স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী ও পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাখন পাটোয়ারীসহ অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।