প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০০:০০
শাহরাস্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। ৩০ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওয়ারুক রেল গেইটে অভিযান পরিচালনার সময় মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উজিরপুর এলাকার আবু সায়েমের ছেলে রুবেল আলী সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশ ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক জনি কান্তি দে।