প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরের কথিত ফুড ব্লগার চাঁদপুর ফুডি ফার্ম-এর এডমিন তানজিলাল রহমান জুম্মির বিরুদ্ধে ফেসবুক আইডি ও ফেসবুক পাবলিক গ্রুপে বাজে মন্তব্যের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন খানস্ ধাবার ব্যবস্থাপনা পরিচালক এবং নারী সংগঠন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান।
অভিযোগে জানা যায়, তানজিলাল রহমান জুম্মি চাঁদপুর ফুডি ফার্ম ফুড গ্রুপের এডমিন হওয়ার সুবাদে তানিয়া ইশতিয়াক খানের সাথে সুসম্পর্ক ছিল।
নারী উদ্যোক্তা সৃষ্টি ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে তানিয়া ইশতিয়াক খান ২০২০ সালে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী প্রতিষ্ঠা করেন। যার প্রথম প্রেসিডেন্ট ২০২১ সালের সফলভাবে মেয়াদ শেষ করেন। মেয়াদ শেষ পরবর্তী ২০২২ সালের নতুন কমিটিতে তানজিলাল রহমান জুম্মিকে অন্তর্ভুক্ত করা হয়। জুম্মি আলাদাভাবে সংগঠনের কর্মকা- পরিচালনা করার লক্ষ্যে নানা রকম মিথ্যাচার/অপপ্রচার শুরু করে তার নিজ আইডি ঞধহুরষধষ ৎধযসধহ লঁসসু এবং পাবলিক ফুড রিভিউ গ্রুপ ঈযধহফঢ়ঁৎর ঋড়ড়ফর ঋধৎস এ। যার প্রেক্ষিতে খানস্ ধাবা রেস্টুরেন্টের সুনাম নষ্ট এবং তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত সুনাম নষ্ট করার অপচেষ্টার পাশাপাশি বিজয়ী সংগঠন থেকে বের হয়ে আলাদা ভাবে নতুন বিজয়ী ফেইসবুক গ্রুপ পরিচালনা করছে। যা সাংগঠনিক ভাবে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ।
উল্লেখ্য যে, ফুড গ্রুপ ঈযধহফঢ়ঁৎর ঋড়ড়ফর ঋধৎস একটি ফুড রিভিউ গ্রুপ। সাধারণ এই গ্রুপে ফুড লাভারগণ বিভিন্ন খাবার ও রেস্টুরেন্ট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন। যদি মতামত পজিটিভ হয় তাহলে উক্ত খাবার বা রেস্টুরেন্টের সেলস্ বৃদ্ধি পায়, আর নেগেটিভ রিভিউ দিলে ঐ প্রতিষ্ঠানের সেলস কমে আসে। সেই ফুড গ্রুপের এডমিন হওয়ার সুবাদে তানজিলাল রহমান জুম্মির কারো সাথে মতের অমিল হলে সে বিভিন্ন ভাবে নেগেটিভ রিভিউ দিয়ে নাজেহাল করে থাকে। ইতিপূর্বে এ রকম অনেক ঘটনা ঘটেছে। অন্যের হয়ে তানজিলাল রহমান জুম্মির তার নিজ আইডিতে এবং তার ফুড গ্রুপে নানা রকম মিথ্যাচার করছে এবং প্রতিদিনই বিভিন্ন ভাবে ফেইসবুকে লিখালিখি করায় বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।