প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার সকালে চাঁদপুর শহরস্থ দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইফার উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও চাঁদপুর দারুচ্ছুন্না দীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। দিবসের তাৎপর্য তুরে ধরে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার হাফেজে কোরআন শিক্ষার্থীরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফারুকুল ইসলাম, ইংরেজি প্রভাষক মোহাম্মদ সোহেল দেওয়ান, আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোঃ শাহাদাত হোসেন, মাওলানা মোঃ আনোয়ারুল হক, মাওলানা মোঃ মারুফ হোসাইন, মাওলানা মোঃ জাহিদুল ইসলাম সালেহী, হাফেজ মাওলানা মোঃ আবু সুফিয়ানসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।