প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চৌকিদার বাড়িতে মরিয়ম বেগম (৩০) নামে এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ মার্চ সকালে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ৩ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত মরিয়ম বেগম জানান, তার ছেলে রাসেল (৯) তার দাদার জায়গায় খেলা করতে যায়। হঠাৎ তার দাদার বড়ভাই মোঃ আব্দুর রহিম এসে বলেন, তার কলা গাছ রাসেল নষ্ট করে ফেলেছে। এ নিয়ে আব্দুর রহিম শিশু রাসেলকে মারধর করে। রাসেলের মা জিজ্ঞেস করতে গেলে আব্দুর রহিম মোল্লা, নূরজাহান ও বিলকিস মিলে রাসেলের মা মরিয়ম বেগমকে বেধড়ক মারধর করে এবং তার গলায় থাকা ৮আনা ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। পরে তার আত্মীয়রা এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হামলার ঘটনায় মরিয়ম বেগম ওইদিন চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।