প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ও গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
২৮মার্চ সোমবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্যে শিক্ষার্থীগণকে ভালোভাবে পড়ালেখা করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে। এই এলাকার সন্তানদের সুশিক্ষার জন্যে আমাদের সকলের অভিভাবক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মাদ্রাসার নতুন একাডেমিক ভবন করে দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন। সহকারী অধ্যাপক মাওলানা ছিদ্দিক আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ ফয়সাল আমিন, মোঃ রাকিব হোসেন, নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।
এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।