শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

কচুয়ায় ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইকে মারধর
মেহেদী হাসান ॥

কচুয়ায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইকে মারধর করেছে উত্ত্যক্তকারী বখাটেরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ এলাকায় এ ঘটনা ঘটেছে। আশরাফুল হোসেন (১৭) পশ্চিম মালচোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আশরাফুল হোসেনের মা ফজিলত বেগম জানান, আমার মেয়ে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে। স্কুলে যাওয়া আসার পথিমধ্যে ওই এলাকার শোভন, নাহিদ, সুজন, আরিফ, নাজমুলসহ বেশ ক’জন বখাটে যুবক নিয়মিত আমার মেয়েসহ অন্য মেয়েদের উত্ত্যক্ত করে। গতকাল মঙ্গলবার দুপুরে আমার মেয়েকে উক্ত্যক্তের প্রতিবাদ করে আমার ছেলে আশরাফুল। সেই ঘটনার জেরে বখাটে শোভন ও তার দলবল আমার ছেলেকে মারধর করে। এলাকার অন্য লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আশরাফুল হোসেনকে মারধরের বিষয়ে বখাটে শোভনের মা লাভলী বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বখাটে যুবকরা।

সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আহত স্কুল ছাত্র আশরাফুল হোসেনকে দেখতে হাতপাতালে যান এবং বখাটে যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের আশ^াস প্রদান করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়