রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাবামনির অসংখ্য ভক্তের কাছে শ্রেষ্ঠ তীর্থস্থানে পরিণত হবে পবিত্র এই জন্মস্থান
স্টাফ রিপোর্টার ॥

হাজারো ভক্ত নর-নারী ও সুধীজনের ব্যাপক উপস্থিতিতে সফলভাবে শেষ হয়েছে পরমারাধ্য গুরুদেব অখ- ম-লেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের দুদিনব্যাপী শুভ জন্মোৎসব। বিশ্বের কোটি কোটি শিষ্যের মন্ত্রদাতা গুরু এবং অগনিত ভক্তের প্রাণের দেবতা ও পথপ্রদর্শক যুগ¯্রষ্টা ঋষি অখ-ম-লেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব মানবতণু ধারণ করে ১ পৌষ এ পৃথিবীতে আবির্ভূত হন। তারই ধারাবাহিকতায় তার লাখো শিষ্য-অনুরাগীরা ভক্তি আর বিশ্বাস নিয়ে তাদের প্রাণের আরাধ্য অখ-ম-লেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আশীর্বাদ লাভে পৌষ মাসে তার শুভ জন্মোৎসব পালন করে আসছেন। এ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর সোমবার তারই পুণ্য জন্মস্থান চাঁদপুর শহরস্থ পুরাণ আদালতপাড়ায় অবস্থিত অযাচক আশ্রম চাঁদপুরে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী জন্মোৎসবের অনুষ্ঠান।

গতকাল ছিলো জন্মোৎসবের দ্বিতীয় দিন। এদিন ২৮ ডিসেম্বর মঙ্গলবার আশ্রমাঙ্গনে ভোর ৬টা থেকে শুরু হয় উষা কীর্তনাঞ্জলি ও হরিওঁ কীর্তন, নবীন যুগের নববেদ শ্রী শ্রী অখ- সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় অখ- ম-লেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় সভা ও নতুন আশ্রম অধ্যক্ষ এবং সেবাইতবৃন্দের অভিষেক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস। সভার শুরুতে স্বাগত ভাষণ প্রদান করেন চাঁদপুরে বিশ্বমানের মন্দির নির্মাণ বিষয়ক কোর কমিটির সিনিয়র সদস্য শ্রী স্বপন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার দাস, বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার দেব। অনুষ্ঠানে চাঁদপুর অযাচক আশ্রমের নবনিযুক্ত কার্যকরী অধ্যক্ষ সুরেশ ব্রহ্মচারী এবং আশ্রম সেবায়েত বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বাবুল ব্রহ্মচারী ও শংকর ব্রহ্মচারীকে পুষ্পমাল্য ও বস্ত্র প্রদানের মধ্য দিয়ে আশ্রম পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ বরণ করে নেন এবং তাদের অভিষেক সম্পন্ন করেন। তাদের কর্মময় জীবনের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সহ-সভাপতি গোপাল দেবনাথ, গৌতম সাহা, তাপস কুমার সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাধেশ্যাম কুরি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য, খুলনা, বরিশাল ও যশোর অঞ্চলের প্রতিনিধি বিকাশ কান্তি দাস, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের প্রতিনিধি রতœ বিজয় সাহা, চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের অঞ্জন কুমার দাস, প্রণব কুমার সাহা, মৃদুল কান্তি দাস, মনতোষ সাহা, সঞ্জয় কুমার ভৌমিক, গৌতম কুমার ঘোষ, সুকুমার রায় প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য সচিব মৃণাল কান্তি দাস। পরে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রতিকৃতি নিয়ে আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হরিওঁ কীর্তন। এ সময় ভক্তরা নেচে-গেয়ে হরিওঁ কীর্তন সহযোগে আশ্রম প্রদক্ষিণ করেন। তাদের উচ্চাস্বিত আনন্দ আর ব্যাপক ভক্ত উপস্থিতিতে উৎসবস্থল মুখরিত হয়ে উঠে। জন্মোৎসব রুপ নেয় মহামিলনমেলায়। পরে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ। উপস্থিত সকলেই মহাআনন্দে মহাপ্রসাদ গ্রহণ করেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে। এ সময় অনবরত হরিওঁ কীর্তন ধ্বনিত হতে থাকে ভক্তদের কণ্ঠে। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে শেষ হয় দুদিনব্যাপী শুভ জন্মোৎসব। শান্তিপূর্ণ পরিবেশে শুভ জন্মোৎসব সম্পন্ন হওয়ায় চাঁদপুর অযাচক আশ্রম, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট ও বাংলাদেশ সম্মিলিত অখ- সংগঠনের সেবক-সেবিকাবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীদিনেও আশ্রমের সকল কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

উৎসবকে কেন্দ্র করে এ বছরও দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ জন্মোৎসবে যোগ দেন। তারা সমবেত উপাসনার মধ্য দিয়ে নিজেদের সুখ-শান্তি আর দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তারা দ্রুততম সময়ে স্বামী স্বরুপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে নির্মাণাধীন বিশ্বমানের মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, চাঁদপুরের পুণ্যস্থানে বিশ্বমানের মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হলে চাঁদপুর অযাচক আশ্রমের প্রয়াত সুখরঞ্জন ব্রহ্মচারীর ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং বাবামনির অগণিত ভক্তদের কাছে শ্রেষ্ঠ তীর্থস্থানে পরিণত হবে চাঁদপুরের পবিত্র এই পূন্য জন্মস্থান।

আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে চরিত্র গঠন আন্দোলন দিবস। এ উপলক্ষে আশ্রমের পরিচালনায় সকাল ৭টায় চরিত্র গঠন আন্দোলনের শুভ সূচনার স্থান চাঁদপুর ঘোড়ামাড়ার মাঠে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালি সহযোগে চাঁদপুর অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিবসটি সকল অখ-ম-লীকে পালন করার জন্যে অনুরোধ জানিয়েছেন চরিত্র গঠন আন্দোলন পরিষদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়