প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা উত্তর ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে নৌকা এবং আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০-১২ নেতা-কর্মী আহত হয়েছে বলে তারা দাবি করছেন।
২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দু প্রার্থীর সমর্থকদের মুখোমুখি মিছিলে সংঘর্ষ হয়। এতে আনারস প্রতীকের প্রচার মাইকসহ একটি সিএনজি অটোরিকশা ও ১৬-২০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
ককটেল বিস্ফোরণের শব্দে ও ইট নিক্ষেপের কারণে সড়কটিতে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন বলেন, চাঁদপুরের সবগুলো নির্বাচন নিরপেক্ষ হয়েছে। এটিও নিরপেক্ষ হবে।
আনারস প্রতীকের প্রার্থী আবদুল কাদির খোকন বলেন, আমাদের শান্তিপূর্ণ প্রচারে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বহিরাগতদের দিয়ে হামলা করে। হামলায় আমাদের ১৬-২০টি মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ১০-১৫ জন কর্মী আহত হয়।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফ হোসেন খান বলেন, আমরা মিছিল নিয়ে কলেজের পাশ দিয়ে সড়কে ওঠার সাথে সাথে কিছু বোঝার আগেই তারা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।