রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ মানুষ গড়ে তুলতে অর্থবহ ভূমিকা রাখে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের কৃতী শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার ২৭ ডিসেম্বর সকালে উপজেলা সদরে নতুন শিক্ষার্থী বরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এই পুরস্কার দেয়া হয়।

বর্ণমালা কিন্ডারগার্টেনের সভাপতি সাংবাদিক নূরন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক মামুন হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু লেখাপড়া নয়, শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিশুদের বাস্তবমুখী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এ ক্ষেত্রে শিক্ষক-অভিভাবক উভয়কে মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুদেরকে দেশপ্রেম সম্পর্কে ধারণা দিতে হবে।

তিনি তার শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বলেন, সেই সময়ের শিক্ষা আর বর্তমানের শিক্ষায় তফাৎ রয়েছে। আমাদের সময়ে সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন করতাম। এখন মনে হয়, সেই কাজগুলো আমাদেরকে দায়িত্ব সচেতন করেছে।

আলোচনা শেষে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান করে নেয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, স্থানীয় সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়