প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থী রফিকুল ইসলামের কর্মী খোরশেদকে (৩৫) পিটিয়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। যাওয়ার সময় খোরশেদকে ছুরিকাঘাত করে আহতও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলা ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের আমিরাবাজার এলাকায়। আহত খোরশেদ পেশায় সিএনজি অটোরিকশা চালক। সে প্রতিদিন তার গাড়িতে মাইক লাগিয়ে নৌকার প্রচারণা করতো।
নৌকার প্রার্থী রফিকুল ইসলাম জানান, সিএনজি অটোরিকশা চালক খোরশেদ প্রতিদিন তার গাড়িতে মাইক লাগিয়ে নৌকার প্রচারণা করতো। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী বুলবুল আহাম্মেদের (আনারস) সমর্থকরা খোরশেদকে মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
বিদ্রোহী প্রার্থী বুলবুল আহাম্মেদ জানায়, ১৫নং রূপসা ইউনিয়নের জামালপুর এলাকায় খোরশেদ সিএনজি অটোরিকশা চালানোর সময় সাইড নিতে গিয়ে দু পক্ষের কিল-ঘুষিতে সে আহত হয়েছে। এ ঘটনার সাথে আমার কোনো কর্মী-সমর্থক জড়িত নয়। তিনি বলেন, আমি ঘটনা ঘটার সাথে সাথেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।